ছদাহা ডটকমের পক্ষ থেকে বিভিন্ন ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের রক্তবন্ধু সম্মাননা-২১ প্রদান করা হয়েছে। আজ ছদাহা আবুল হোসেন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মাননা প্রদান করা হয়। ব্লাড বোর্ডের এই আয়োজনে স্বেচ্ছাসেবীদের সাথে ছদাহার ৩ জন সেরা রক্তদাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। ছদাহার স্বেচ্ছাসেবীদের মধ্যে সমন্বয়, মানবিক কাজের স্বীকৃতি ও উৎসাহদানে প্রথমবারের মতো এই সম্মাননা প্রদান করা হয়। রক্তবন্ধু সম্মাননা-২১ উপলক্ষে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পল্লী চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা.আবুল হোসেন, ফকিরহাটের চিকিৎসক ডা. বাবুল ধর, মেন্টর ও ব্যাংক এশিয়ার এভিপি মোঃ এহসান, উদীয়মান তরুণ আইনজীবী ও লিগ্যাল এইড সলিসিটর এডভোকেট আনোয়ার হোসেন, ফয়েজ ফয়সাল ও ব্লাড বোর্ডের ফাউন্ডার মেন্টর মোছলেম উদ্দিন বাবু। সম্মাননায় সাতকানিয়া ব্লাড ব্যাংকের সাবেক এডমিন মোঃ শাহজাহান কে মরণোত্তর রক্তবন্ধু সম্মাননা ভূষিত সহ সাতকানিয়া ব্লাড ডোনার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ৪ নং ওয়ার্ডের নজরুল, চট্টলা ব্লাড ডোনার্স ক্লাবের এডমিন ৯ নং ওয়ার্ডের এরফানুল হক চৌধুরী ও লোহাগাড়া রক্তদান গ্রুপের মডারেটর ৯ নং ওয়ার্ডের হাফেজ মাসুদ করিম কে রক্তবন্ধু সম্মাননা-২১ প্রদান করা হয়। এছাড়া বিশেষ ক্যাটাগরিতে ছদাহা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা এডমিন উমর ফারুক কে রক্তবন্ধু সম্মাননা-২১ প্রদান করা হয়। রক্তবন্ধু সম্মাননা-২১ পাশাপাশি ছদাহার সেরা ৩ জন রক্তদাতাকে সম্মানিত করা হয়। এই ৩ জন হলেন ৩৭ বার রক্ত দেওয়া ফজুর পাড়ার মোঃ শাহজাহান, ২৪ বার রক্ত দেওয়া মাওলানা ছগির শাহ পাড়ার ফয়েজ ফয়সাল ও কামাল চেয়ারম্যান বাড়ির মোছলেম উদ্দিন বাবু। রক্তবন্ধু ও সেরা রক্তদাতাদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। এছাড়া অনুষ্ঠানে ২১ জন স্বেচ্ছাসেবীকে (বিভিন্ন ব্লাড ব্যাংকের) শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। অতিথিরা বলেন, স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে এটা যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে রক্তদাতা ও গ্রহীতার মাঝে দ্রুত যোগাযোগ ও সেবা প্রাপ্তি সহজ হবে। পাশাপাশি সবার মাঝে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় ও উন্নয়ন হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আরও বেশি মানবিক কাজের প্রতি উদ্যমী এবং পরবর্তী প্রজন্ম উৎসাহিত হবে। তাছাড়া সব সংগঠনের প্রতিনিধি ছদাহার সন্তানদের জন্য শুভেচ্ছা জানানো হয়। অতিথিরা রক্তদানের নানা দিক ও উপকারিতা সম্পর্কে ও আলোচনা করেন। এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ জমির উদ্দিন। স্বেচ্ছাসেবীদের নিয়ে সংগীত পরিবেশন করেন হাফেজ মাসুদ করিম। অনুষ্ঠানটি তারেক রাজের সঞ্চালনায় সার্বিক সমন্বয় করেন রিয়াদ হোসেন, ফারাবি হানিফ ও রিদুয়ান ও অন্যান্যরা।