সবাই রক্তদানে এগিয়ে আসুন

Aug. 5, 2022, 11:41 a.m.

সবাই রক্তদানে এগিয়ে আসুন

মানুষকে ভালোবেসে যত কাজ করা যায়, তার অন্যতম হলো রক্তদান। অন্যকে রক্ত দেওয়ার মাধ্যমে যেমন তার জীবন বাঁচানো যায়, তেমনি রক্তদান করলে রক্তদাতার নিজের শরীরেরও উপকার হয়। দুর্ঘটনায় আহত, ক্যানসার বা অন্য কোনো জটিল রোগে আক্রান্তদের জন্য, অস্ত্রোপচার কিংবা সন্তান প্রসব অথবা থ্যালাসেমিয়ার মতো বিভিন্ন রোগের চিকিৎসায় রক্তের প্রয়োজন হয়। অনেকে নানা নেতিবাচক চিন্তার কারণে রক্তদান করতে চান না। আবার অনেকে রক্ত দিতে ভয় পান। যাদের রক্তে হিমোগ্লোাবিনের মাত্রা ১২.৫-এর কম নয় এবং ওজন ৪৫ কেজির উপরে, তারা প্রতি ৩ মাস অন্তর রক্তদান করতে পারেন। তবে খেয়াল রাখা প্রয়োজন, রক্তদানের সময় শরীরের তাপমাত্রা ও রক্তচাপ অবশ্যই স্বাভাবিক থাকা আবশ্যক। রক্তের অভাবে দেশে প্রতিবছর বহু রোগীর প্রাণ সংকটের মুখ পড়ে। এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে মাত্র ১০ থেকে ১২ মিনিট। এই অল্প সময়ে চাইলেই একজনের প্রাণ বাঁচানো সম্ভব। তাই সবাই রক্তদানে এগিয়ে আসুন।