চেঞ্জমেকার এ্যাওয়ার্ড পেলেন রিয়াদুল আলম

April 2, 2023, 7:12 p.m.

যুবসমাজের অবক্ষয়ের এই সময়ে কিছু যুবক মানবসেবার তরে স্বার্থহীন কাজে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।স্বেচ্ছায় নিজের সময় এবং হৃদয়কে সমাজের উন্নতির জন্য উৎসর্গ করছে। নিছক ভাল কিছু করার ঝোঁক থেকেই তারা স্বেচ্ছাশ্রমে অংশ নেয়। তাদের এই অবদানে সমাজে সুস্পষ্ট ও ইতিবাচক প্রভাব পড়ে।
স্বেচ্ছাসেবীদের এসব অবদানকে স্বীকৃতি এবং অনুপ্রেরণা জোগাতে জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ডী স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম  ছদাহা ডটকম  প্রথমবারের মতো চেঞ্জমেকার অ্যাওয়ার্ড প্রবর্তন করেছে।

সমাজসেবা ও উল্লেখযোগ্য কাজের জন্য চেঞ্জমেকার অ্যাওয়ার্ডের জন্য প্রাথমিকভাবে ছদাহা ডটকম এর ১৬জন অগ্রগণ্য স্বেচ্ছাসেবী মনোনীত হয়। এরমধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ব্লাড বোর্ডের চীপ কোঅর্ডিনেটর ও এক্সিকিউটিভ জনাব রিয়াদুল আলম। সর্বশেষ সেবাবর্ষে উল্লেখযোগ্য স্বেচ্ছাসেবার জন্য সমাজকর্মীদের অনলাইন ভোটে ভলান্টিয়ার অব দ্যা ইয়ার ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে ব্লাড বোর্ডে প্রোফাইল যুক্ত, পরিচালনা ও প্রতিষ্ঠা, স্বাস্থ্য ও শিক্ষায় ইভেন্টে আয়োজন, কমিউনিটি সার্ভিস ও জরুরি সেবায় সক্রিয়তা উল্ল্যেখযোগ্য। 

সম্প্রতি  তার হাতে চেঞ্জমেকার এ্যাওয়ার্ডের সম্মাননা স্মারক তুলে দেন ছদাহা ডটকম এর উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ এবং অন্যান্য স্বেচ্ছাসেবীবৃন্দ। জনাব রিয়াদের জন্ম সাতকানিয়া থানার ছদাহা মৌলানা ছগীর শাহ (রহ.) পাড়ায়। পড়াশোনা করছেন চট্টগ্রাম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর কোর্সে।